বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর চাকরির পরীক্ষার সময়সূচি প্রকাশ। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর ২০ তম গ্রেডের ল্যাব এটেনডেন্ট/পিপি এটেনডেন্ট/ হেলপার (স্থায়ী পদ), প্লাম্বিং হেল্পার (স্থায়ী পদ) ও ইলেক্ট্রিক হেলপার (স্থায়ী পদ)-এর লিখিত পরীক্ষা এবং ম’লি (স্থায়ী পদ)-এর মৌখিক পরীক্ষা নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রার্থীদের অনুকূলে পরীক্ষার প্রবেশপত্র জারি করা হয়েছে http://bcsir20.teletalk.com.bd/admitcard/ ওয়েব লিংক হতে User ID এবং Password ব্যবহার করে পরীক্ষার প্রবেশপত্র Download করা যাবে।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ পরীক্ষার সময়সূচি ২০২৩
ল্যাব এটেনডেন্ট/পিপি এটেনডেন্ট/ হেলপার (স্থায়ী পদ), প্লাম্বিং হেল্পার (স্থায়ী পদ) ও ইলেক্ট্রিক হেলপার (স্থায়ী পদ)-এর লিখিত পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করা হবে তা পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে প্রার্থীদেরকে নোটিশ আকারে জানিয়ে দেয়া হবে। লিখিত পরীক্ষার সময় প্রার্থীগণকে প্রবেশপত্রের মূল কপি (রঙিন) সঙ্গে রাখার অনুরোধ করা হলো। পরীক্ষার ফলাফলের নোটিশে মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের জানিয়ে দেয়া হবে। সকল পদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীগণকে মূল প্রবেশ পত্র (রঙিন), চাকরির আবেদনের (রঙিন), জাতীয় পরিচয়পত্রের মূলকপি, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপিসহ প্রত্যেকটির এক সেট করে ফটোকপি সঙ্গে রাখার অনুরোধ করা হলো। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদেরকে কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।