সামনে হয়তো অনেকেই প্রাইমারী এক্সাম দিবেন। প্রাইমারি তে দেখা গেছে প্রশ্ন সহজ হওয়ার কারনে অনেক নম্বর পেতে হয়।প্রাইমারিতে ভালো করার জন্য আমার কাছে মনে হয়েছে নিম্নের কাজগুলো করলে ভালো ফল পাওয়া যেতে পারে। প্রথমে প্রাইমারির বিগত সালের সব প্রশ্ন ঠাডা মুখস্ত করে ফেলতে হবে যাতে করে কি ধরণের প্রশ্ন আসে সে বিষয়ে ধারণা পাওয়া যাবে যা আপনার প্রস্তুতিকে ধারালো করবে।
সাথে মাধ্যমিকের বিগত সালের প্রশ্নও শেষ করে ফেলতে হবে। BCS এর প্রিলিমিনারি প্রশ্ন ১০-৪৩ পর্যন্ত সব প্রশ্ন ঠাডা মুখস্ত করতে হবে যাতে এখান থেকে প্রশ্ন আসলে একটাও ভুল না হয়।এখান থেকে অনেক প্রশ্ন পাবেন আশা করি। প্রাইমারির প্রশ্নগুলো ভালো করে এনালাইসিস করা এবং যে যে টপিক থেকে প্রাশ্ন আসে সেই সেই টপিক খুব ভালো করে পড়া যা প্রস্তুতিকে আরো সহজ করে দিবে। প্রফেসর এর জব সল্যুশনটা ভালো করে পড়ে ফেলা বড় যে জব সল্যুশন ওটা।
আর বিগত দুই তিন মাসের সাম্প্রতিক ঘটনাগুলো চোখ বুলানো। বেশি বেশি প্রশ্ন সলভ করা। যে প্রশ্ন কমন সেগুলো কোনভাবেই ভুল না করা। বাজার থেকে যেকোন একসেট বই কিনে প্রথমে প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন খুব ভালো করে শেষ করতে পারলে আরো ভালো প্রিপারেশন হবে একশো একশো। এইগুলো করতে পারলে আশা করি অনেকেই ভালো করবেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিগত সালের ৯৪ সেট প্রশ্ন সমাধান PDF। ডাউনলোড করে নিন বিগত সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা ৯৪ সেট প্রশ্নের সমাধানের PDF ফাইল Download link: primary Question Solution.pdf