প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে তাদের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সিলেবাস ডাউনলোড করতে পারবেন। যে সকল প্রার্থী শুধু কারিগরি/পেশাগত এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে আবেদন করবেন তাদের বাংলা ০০১ কোডের ১০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
যে সকল প্রার্থী শুধু সাধারণ এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে আবেদন করবেন তাদের বাংলা ০০২ কোডের ২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য ১০০ নম্বরের ০০১, শুধু সাধারণ ক্যাডারের জন্য ২০০ নম্বরের ০০২ এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের জন্য ১০০ নম্বরের ০০১ এবং ২০০ নম্বরের ০০২ উভয় পরীক্ষায় অংশগ্রহণ করা আবশ্যক। যে সকল প্রার্থী সাধারণ ও প্রফেশনাল/টেকনিক্যাল উভয় ক্যাডারের পদের জন্য পছন্দক্রম দিতে ইচ্ছুক তাদেরকে সাধারণ ক্যাডারের জন্য ৯০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। অধিকন্তু টেকনিক্যাল ক্যাডারের পদের জন্য একই প্রার্থীকে বাংলা ১০০ নম্বরের ৩ ঘন্টার এবং ওপরের ২৪.২(চ) তে বর্ণিত “সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক” একক বিষয়ের ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
লিখিত পরীক্ষায় উত্তরদানের ভাষাঃ
বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষা সম্পর্কিত বিষয়ের প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট ভাষাতেই লিখতে হবে। অন্যান্য বিষয়ের প্রশ্নের উত্তর বাংলা বা ইংরেজি যে কোন একটি ভাষায় লেখা যাবে। একটি বিষয়ের উত্তরে উদ্ধৃতি বা অনিবার্য টেক্সট ব্যতীত একাধিক ভাষা ব্যবহার করা যাবে না। কোন বিষয়ের প্রশ্নপত্রে অন্য কোনরূপ নির্দেশনা থাকলে উক্ত বিষয়ের ক্ষেত্রে ঐ নির্দেশনা অনুযায়ী প্রশ্নোত্তর লিখতে হবে।
৪৬ বিসিএস লিখিত সিলেবাস ২০২৩