কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ পরীক্ষার ফলাফল ২০২৪

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এর “ল্যাব টেকনিশিয়ান, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিকস, অগ্নি নির্বাপণকারী অপারেটর” এর শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত গত ২৭-১০-২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর নিম্নরূপ। কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড (cpgcbl) এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ।ডকুমেন্ট জমাদানঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৪ এর মধ্যে ।

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ পরীক্ষার ফলাফল ২০২৪

 

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এর “সহকারী প্রকৌশলী (তড়িৎ, যান্ত্রিক ও পুর)”,“সহকারী প্রোগ্রামার” এবং “উপ-সহকারী প্রকৌশলী (তড়িৎ ও যান্ত্রিক)” এর শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত গত ০৩-১১-২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর নিম্নরূপ: “সহকারী প্রকৌশলী (তড়িৎ)” [৭৮(আটাত্তর) জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর।

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ পরীক্ষার ফলাফল ২০২৩

 

নির্দেশনাবলিঃ

১) আগামী ৩১-১২-২০২৩ খ্রি. তারিখের মধ্যে উপরিউক্ত ছকে বর্ণিত রোল নম্বরের প্রার্থীগণ-কে নিম্নোক্ত কাগজপত্রাদি [হার্ডকপি সরাসরি/ডাকযোগে/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে এইচআরএম এন্ড এডমিন বিভাগ, সিপিজিসিবিএল, ঢাকা ইউনিক হাইটস (লেভেল-১৭), ১১৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা-তে দাখিল করতে হবে:

  • ক) এস.এস.সি, এইচ.এস.সি/ডিপ্লোমা/সমমান এবং বিএসসি পাশের সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট/মার্কসশিট এর ফটোকপি [ বিজ্ঞাপিত পদের
    যোগ্যতা অনুযায়ী;
  • খ) কর্মঅভিজ্ঞতার সনদপত্র (প্রযোজ্য অনুযায়ী);
  • গ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডের ফটোকপি;
  • ঘ) প্রার্থীর নিজ এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ওয়ার্ড কমিশনার/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত জাতীয়তা/নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি ;
  • ঙ) সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত অথবা সরকারি মালিকানাধীন কোম্পানি/প্রতিষ্ঠান এ কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র;
  • চ) বিদেশ থেকে অর্জিত ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা প্রদান করতে হবে
  • ছ) কোন কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না;

২) কাগজপত্রাদি দাখিলের ক্ষেত্রে খামের উপর বামদিকে প্রার্থীর নাম, রোল নম্বর, পদের নাম, নিজ জেলা, মোবাইল নং, ই-মেইল ও বর্তমান ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে;

৩) কোন প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তির সকল শর্ত পূরণ না করলে বা কাগজপত্রে কোন প্রকার ত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণে অযোগ্য হিসেবে বিবেচিত হবে;

৪) কোন প্রার্থী কাগজপত্র জমাদানের নির্ধারিত সময় অর্থাৎ ৩১-১২-২০২৩ খ্রি. তারিখের মধ্যে চাহিত কাগজপত্র দাখিলে ব্যর্থ হলে হলে তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন এবং পরবর্তীতে কোন প্রকার আবেদন গ্রহণযোগ্য হবে না;

৫) নির্বাচনী মৌখিক পরীক্ষার সময়, স্থান ও তারিখ সিপিজিসিবিএল হতে পরবর্তীতে অবহিত করা হবে;

৬) আবেদনপত্র বাছাই ও নিয়োগের ক্ষেত্রে সিপিজিসিবিএল কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই আদেশ জারি করা হলো।

 


কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের চাকরির পরীক্ষার ফলাফল প্রকাশ। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এর “সহকারী ব্যবস্থাপক (এইচআরএম/এডমিন/শ্রম কল্যাণ ও এডমিন/স্টোর)” এর ০৫(পাঁচ) টি ও “সহকারী ব্যবস্থাপক (ইএসটি)” এর ০১(এক) টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত গত ১০-১১-২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর নিম্নরূপ।

 

 

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …