একাডেমিক ট্রান্সক্রিপ্টের আবেদন | NU ACADEMIC TRANSCRIPT

অনেকেই ঘরে বসে নিজে নিজে ট্রান্সক্রিপ্টের আবেদন করে !! সঠিকভাবে আবেদন না করার ফলে অনেকের ট্রান্সক্রিপ্ট দীর্ঘদিন যাবত প্রিন্ট হয় না বা সেন্ড ব্যাক করে!! এর প্রধান কারণ হচ্ছে সঠিকভাবে আবেদন না করা!! ACADEMIC TRANSCRIPT – কিভাবে সঠিকভাবে ট্রান্সক্রিপ্টের আবেদন করবেন।

 

একাডেমিক ট্রান্সক্রিপ্টের আবেদন | NU ACADEMIC TRANSCRIPT

NU-ACADEMIC-TRANSCRIPT

একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য নির্ধারিত ডকুমেন্ট:

১) ট্রান্সক্রিপ্ট এর নির্ধারিত ফরম পূরণ করে কলেজ অধ্যক্ষের স্বাক্ষর নিতে হবে!!( না থাকলে ব্যবস্হা করে দেওয়া যাবে)
২) রেজিস্ট্রেশন কার্ড এর ফটোকপি!!
৩) প্রবেশপত্র (সকল বছর) এর ফটোকপি!
৪) মার্কশীট!!
৫) প্রভিশনাল সনদ!!
৬)এইচএসসি সার্টিফিকেট এর ফটোকপি!!

 

সবগুলো ডকুমেন্টস স্ক্যান করতে হবে। তারপর সবগুলো স্ক্যানকৃত ডকুমেন্টস PDF করতে হবে। STUDENT LOGGING এ রেজিষ্ট্রেশন নাম্বার, সেশন ইয়ার দিয়ে লগিং করতে হবে- তারপর নির্দিষ্ট স্হানে RULES অনুযায়ী সবকিছু দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পর ৭০৬ টাকার ব্যাংক স্লিপ বাহির হবে,,সোনালী ব্যাংকে ৭০৬ টাকা জমা দিতে—— ব্যাংক, ব্যাংক পার্ট রেখে দিবে আর স্টুডেন্টকে,স্টুডেন্ট পার্ট দিয়ে দিবে। ৫—৬ দিন পর STUDENT LOGGING এ আইডি পাসওয়ার্ড দিয়ে লগিং করে দেখতে পারবেন,, আপনার ট্রান্সক্রিপ্ট কি পর্যায়ে আছে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি ১ম বর্ষ ফরম ফিলাপ ২০২২

ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট ২০২৪ | ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখব কিভাবে?

২০২১-২০২২ সেশনের ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ২০২২ সালের ডিগ্রি প্রথম …