সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তরের “সহকারী প্রোগ্রামার” (৯ম গ্রেড) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল। সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তরের “সহকারী প্রোগ্রামার” (৯ম গ্রেড) পদে 19.07.2013 তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে নিম্নে উল্লেখিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীগণ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
লিখিত পরীক্ষার ফলাফল www.bpsc.gov.bd এই ঠিকানায় এবং কর্ম কমিশনের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর (Substantive) ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। “সহকারী প্রোগ্রামার” (৯ম গ্রেড) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের BPSC Form-5A ( Applicant’s Copy) কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে ডাউনলোড করে নিম্নোক্ত কাগজপত্র/তথ্যাদিসহ আগামী ২২.১১.২০২৩ তারিখ থেকে 30.11.2023 তারিখের মধ্যে (সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত) প্রতি কর্মদিবস সকাল ১০.০০ টা থেকে বেলা ৩.৩০ মিনিটের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক হাতে হাতে জমাপ্রদান অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে।