এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জামালপুর জেলার ইউনিয়ন পরিষদের ” হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর” এর ৬৮(আটষট্টি) টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত গৃহীত লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণপূর্বক নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণকে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে উত্তীর্ণ ঘোষণা করা হলো।
জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় ফলাফল ২০২৪
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর এর রাজস্ব প্রশাসনের অফিস সহায়কের ৮২টি শূন্যপদে নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষা ১৭ নভেম্বর ২০২৩ তারিখ জামাপুর জেলার ২৮টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর এর রাজস্ব প্রশাসনের “অফিস সহায়ক” শূন্যপদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা ১৭ নভেম্বর, ২০২৩ তারিখ রোজ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকা হতে ১১:০০ ঘটিকা পর্যন্ত জামালপুর জেলার নিম্নবর্ণিত মোট ২৮টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার ফলাফল দেখুন নিচের লিংক থেকে।
আর পড়ুন: জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩
জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় অফিস সহায়ক পদের ফলাফল ২০২৩
০২। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সকল সনদ/অনাপত্তিপত্র এর মূলকপি এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
উপস্থাপনযোগ্য কাগজ পত্রের তালিকা নিম্নরূপঃ
- ক. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্ৰ ৷
- খ. জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ
- গ. জাতীয় পরিচয়পত্র/ অনলাইন জন্মনিবন্ধন সনদ
- ঘ. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র।
- ঙ. মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাগণের পুত্র-কন্যা) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র দাখিল করতে হবে।
- চ. আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাগণের পুত্র-কন্যা হলে আবেদনকারীর সাথে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
- ছ. অন্যান্য কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন বা সনদপত্ৰ৷
- জ. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্ৰ ৷
- ঝ. সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
০৩। প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
০৪। কর্তৃপক্ষ কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে এ কার্যক্রম স্থগিত/ সময় পরিবর্তন/ বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।