বাংলাদেশ নির্বাচন কমিশন (ecs) এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ। নির্বাচন কমিশন সচিবালয় হতে ২৭ জুলাই ২০২০ তারিখের মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নৈর্ব্যত্তিক, লিখিত, ব্যবহারিক [প্রযোজ্য ক্ষেত্রে] ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশ অনুযায়ী নিম্নলিখিত রোল নম্বরধারী প্রার্থীগণ নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৩
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে এবং নিয়োগপত্র তাদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে প্রেরণ করা হবে। নির্বাচিত প্রার্থীগণকে আগামী ২৬ নভেম্বর ২০২৩ তারিখ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকায় যোগদান করতে হবে। কোন প্রার্থী নিয়োগপত্র না পেলে প্রবেশপত্রের কপিসহ ২৫ নভেম্বর ২০২৩ তারিখ রোজ শনিবার নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকায় যোগাযোগের জন্য পরামর্শ প্রদান করা হলো।