সরকারি যানবাহন অধিদপ্তর গাড়িচালক পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল ২০২৩

সরকারি যানবাহন অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত গাড়িচালক (গ্রেড ১৫) এর শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি যানবাহন অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত গাড়িচালক (গ্রেড ১৫) এর শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ১৫.১১.২০২৩ খ্রি. তারিখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি), বাস ডিপো, জোয়ার সাহারা, খিলক্ষেত, ঢাকা-য় অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছেন। গাড়িচালক গ্রেড-১৫ পদে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরসমূহ নিম্নরূপ।

 

সরকারি যানবাহন অধিদপ্তর গাড়িচালক (গ্রেড ১৫) পরীক্ষার ফলাফল ২০২৩

https://ibb.co/cN0LQ3z

 

সরকারি যানবাহন অধিদপ্তর গাড়িচালক (গ্রেড ১৬) পরীক্ষার ফলাফল ২০২৩

https://ibb.co/MMR8Hbq

https://ibb.co/H430gPY

 

বর্ণিত ফলাফলে উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময়সূচি (তারিখ, সময় ও স্থান) সরকারি যানবাহন অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dgt.gov.bd) প্রকাশ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ক্ষুদেবার্তা (SMS) মাধ্যমে প্রার্থীদের স্ব স্ব মোবাইল নম্বরে জানিয়ে দেয়া হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …