ফোকাস রাইটিং-এর সুপার কৌশল | চমৎকার ফোকাস রাইটিং লেখার কৌশল

ফোকাস রাইটিং-এর সুপার কৌশল | চমৎকার ফোকাস রাইটিং লেখার কৌশল, ফোকাস রাইটিং এর সুপার কৌশল। ব্যাংক জবে ফোকাস রাইটিং এ ৭০ নম্বর থাকে। কিছু কলাকৌশল অনুসরণ করতে পারলেই খুব ভালো নম্বর প্রত্যাশা করা যায়। চলুন জেনে নেওয়া যাক:

ফোকাস রাইটিং-এর সুপার কৌশল | চমৎকার ফোকাস রাইটিং লেখার কৌশল

2

ফোকাস রাইটিং কী জানতে হবে?

ফোকাস রাইটিং হল একটি Short composition যা কোন নিদিষ্ট বিষয়বস্তুর উপর ফোকাস করে, হাইলাইট করে, to the point আকারে লিখতে হয়। এই লেখার জন্য সময় পাওয়া যাবে ১৮-২০ মিনিটের মত। ফোকাস রাইটিং এ ভালো করার জন্য দু’টো ব্যাপারে পরিপূর্ণ ধারণা রাখতে হবে।
  • Grammatical Correction
  • Accurate Concept
উপরের দুইটি টপিকে যদি weakness থাকে, তাহলে আপনি ভালো নম্বর আশা করতে পারবেন না।
Grammatical Correction: আপনি যে টপিকে লিখছেন অবশ্যই লেখাতে কোনো প্রকার grammatical mistake থাকা যাবেই না। অন্ততঃপক্ষে ৮৫%-৯০% বাক্য শুদ্ধ হতে হবে। লেখার মধ্যে Clause, phrase, reduction system, conjunction, punctuation ইত্যাদির ম্যারপ্যাচ থাকতে হবে। যদি কোনো simple sentence ব্যবহার করেন, তবে অবশ্যই Non-finite verb ব্যবহার করবেন তথা Gerund, Infinitive & Participle.
Accurate Concept: যে টপিকে লিখবেন সে টপিকের উপর অবশ্যই ধারণা থাকা লাগবেই। অন্যথায় Drastically নম্বর কমে যাবে। এতে আপনার গ্রামার যত স্ট্রং হোক না, কেন৷ যেমনঃ মুক্তিযুদ্ধ, অর্থনৈতিক বিষয়াবলী, ব্যাংকিং বিষয়াবলী, সামাজিক ও আন্তর্জাতিক বিষয়াবলী ইত্যাদি বিষয়বস্তুর উপর সাধারণ জ্ঞান রাখতে হবে যা দিয়ে আপনি লিখে আসতে পারবেন।
  • একটি Writing-up এ তিনটি বিষয় ফুটিয়ে তুলতে হয়।
  • Introduction/ Starting
  • Main Body
  • Conclusion / Ending
লেখার শুরুতে আপনি “কোটেশন” দিতে পারলে বেস্ট starting হবে। এরপর ৪/৫ লাইন introduction দিতে হবে। এমনভাবে লিখবেন যাতে পরিক্ষক পরবর্তী লেখা পড়তে চাই। (ইউটিউবে বিস্তারিত ভিডিও দেখুন ~ চ্যানেলের নাম – “Job Therapy”)
Main Body’তে তাই লিখবেন সরাসরি যা আপনাকে লিখতে বলা হয়েছে৷ অর্থাৎ টপিকে যা যা চেয়ে তা তা লিখবেন। এতে কোনো প্রকার অপ্রাসঙ্গিক, উদাহারণ, অযথা ইতিহাস, ব্যাকগ্রাউন্ড এইসব আনার প্রয়োজন নেই। এতে লেখার আকর্ষণ, প্রাণ চলে যায়। আপনার লেখাটা যাতে Informative, Knowledgeable, Educative, to the point হয়। লেখার মধ্যে যাতে “Quotation, data, chart, reference” থাকে। এতে আপনার লেখার Performance বুজতে পারবে পরিক্ষক।
Conclusion লেখার সময় খেয়াল রাখবেন যাতে introduction এর মত না হয়। ৪/৫ লাইনের একটা ending করবেন৷
ভালো মানের ফোকাস রাইটিং লেখার জন্য চর্চার বিকল্প নেই। চর্চা করতে থাকুন উন্নতি হবে সাফল্য আসবেইইই।
ভুল-ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। যারা ব্যাংক বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন তারা এইভাবে প্রস্ততি নিবেন।
— মু সাব্বির হাসান ইস্পাহানী

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....