বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (bwdb) এর ডাটা এন্ট্রি অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডাটা এন্ট্রি অপারেটর পদে সরাসরি পদে সরাসরি জনবল নিয়োগের জন্য ০৭-০১-২০২০ খ্রিঃ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক গৃহীত লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে নিম্নে বর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণের মৌখিক পরীক্ষা নিম্নলিখিত তারিখ ও সময়সূচী অনুযায়ী কক্ষ নং-৭০৬, লেভেল-৭, পানি ভবন, ৭২ গ্রীন রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডাটা এন্ট্রি অপারেটর ব্যবহারিক ফলাফল ও ভাইভা ২০২৩
উপরে বর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণকে নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। লিখিত পরীক্ষার জন্য জারীকৃত প্রবেশ পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। উল্লেখ্য, মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।
প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র এবং নম্বরপত্রসহ আবেদনে উল্লিখিত অভিজ্ঞতা/যোগ্যতার অপরাপর সকল সনদপত্রের মূল কপি অবশ্যই সঙ্গে আনতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। এছাড়া নিম্নে উল্লিখিত ডকুমেন্ট সমূহের মূল কপি প্রদর্শন করতঃ ০১ সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবেঃ
- এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং নম্বরপত্র ।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ কপি রঙ্গিন ছবি।
- চাকরির আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখ করতঃ) জাতীয়তা/নাগরিকত্ব সনদপত্র।
- প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
- বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রীর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে ইস্যুকৃত সমমান নির্ধারণী সনদপত্র।
- মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীর ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং- ৪৮.০০.০০00.002.99.004.18.১৯; তারিখঃ ৩১ আগস্ট,
২০২৩ খ্রিঃ এর পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধার যথাযথ সনদপত্র, মুক্তিযোদ্ধার বয়স প্রমাণের জন্য যথাযথ প্রমাণক (মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ/এস,এস,সি সনদ/ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের প্রত্যয়নপত্র)। - শারীরিক প্রতিবন্ধি, এতিমখানা নিবাসী এবং আনসার ভিডিপি কোটার প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
- অন্য প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের অফিসিয়াল সীল, স্বাক্ষর ও তারিখ সম্বলিত অনাপত্তিপত্র।
- বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করার পূর্বে গৃহীত অনুমতিপত্র সহ উপর্যুক্ত কাগজপত্রাদি।
- প্রার্থীর জাতীয় পরিচয়পত্র (NID)।
- কোন প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণ সনদ।
- উল্লিখিত ডকুমেন্টের মূল কপি প্রদর্শন এবং সত্যায়িত অনুলিপি মৌখিক পরীক্ষার সময় দাখিল/জমাদানে ব্যর্থ হলে তিনি নিয়োগ অযোগ্য বলে বিবেচিত হবেন।
- মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভ্রমণ ভাতা/দৈনিক ভাতা বা অন্য কোন প্রকার আর্থিক সুবিধা প্রদান করা হবে না।