১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার Preliminary Test(MCQ) এর সিলেবাস। অনলাইনে আবেদন শুরু ৯ নভেম্বর সকাল ৯টা থেকে। চলবে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। পরীক্ষা হবে ৩ ধাপে। MCQ, লিখিত এবং মৌখিক Preliminary Test এ (বাংলা ২৫, ইংরেজি ২৫, গনিত ২৫, সাধারণ জ্ঞান ২৫) মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। প্রিলিমিনারী টেস্টে পাস নম্বর ৪০%।
১৮ তম শিক্ষক নিবন্ধন স্কুল সিলেবাস ২০২৩
(নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মাদরাসার সহকারী শিক্ষক ও সহকারী
মৌলবি; এবতেদায়ি মাদরাসার এবতেদায়ি প্ৰধান, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদরাসার প্রদর্শক ও শরীরচর্চা শিক্ষক; কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, সাধারণ বিষয় (ভাষা) পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীর জন্য।
১৮ তম শিক্ষক নিবন্ধন স্কুল-২ সিলেবাস ২০২৩
(এবতেদায়ি মাদরাসার জুনিয়র মৌলবি, জুনিয়র শিক্ষক, ক্বারি; মাধ্যমিক কারিগরি/ দাখিল কারিগরি/ ভোকেশনাল ইনস্টিটিউট-এর ট্রেড ইন্সট্রাক্টর পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীর জন্য।
১৮ তম শিক্ষক নিবন্ধন কলেজ সিলেবাস ২০২৩
(উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউট ও কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট প্রতিষ্ঠানের প্রভাষক / ইন্সট্রাক্টর (টেক) পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীদের জন্য)