Breaking News

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ২০২৩

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার Preliminary Test(MCQ) এর সিলেবাস। অনলাইনে আবেদন শুরু ৯ নভেম্বর সকাল ৯টা থেকে। চলবে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। পরীক্ষা হবে ৩ ধাপে। MCQ, লিখিত এবং মৌখিক Preliminary Test এ (বাংলা ২৫, ইংরেজি ২৫, গনিত ২৫, সাধারণ জ্ঞান ২৫) মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। প্রিলিমিনারী টেস্টে পাস নম্বর ৪০%।

 

১৮ তম শিক্ষক নিবন্ধন স্কুল সিলেবাস ২০২৩

(নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মাদরাসার সহকারী শিক্ষক ও সহকারী
মৌলবি; এবতেদায়ি মাদরাসার এবতেদায়ি প্ৰধান, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদরাসার প্রদর্শক ও শরীরচর্চা শিক্ষক; কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, সাধারণ বিষয় (ভাষা) পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীর জন্য।

3

Apply Now by Online

১৮ তম শিক্ষক নিবন্ধন স্কুল-২ সিলেবাস ২০২৩

(এবতেদায়ি মাদরাসার জুনিয়র মৌলবি, জুনিয়র শিক্ষক, ক্বারি; মাধ্যমিক কারিগরি/ দাখিল কারিগরি/ ভোকেশনাল ইনস্টিটিউট-এর ট্রেড ইন্সট্রাক্টর পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীর জন্য।

1

 

১৮ তম শিক্ষক নিবন্ধন কলেজ সিলেবাস ২০২৩

(উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউট ও কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট প্রতিষ্ঠানের প্রভাষক / ইন্সট্রাক্টর (টেক) পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীদের জন্য)

2

Apply Online Here

 

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

18th NTRCA written admit card 2024 pdf Download

18th Private Teacher Registration (NTRCA) Written Exam Schedule Admit Card Release. You can download the …