প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপে- রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের পরীক্ষা ২৪ নভেম্বর ২০২৩। সূত্র : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ এর ১ম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ শে নভেম্বর। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘২৪ নভেম্বর ধরে আমরা প্রথম ধাপের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। যদি কোনো অনাকাক্ষিত ঘটনা না ঘটে, তাহলে ২৪ তারিখই পরীক্ষা হবে। আগামী সপ্তাহে অধিদপ্তরের একটি সভা রয়েছে। সেই সভার পর আনুষ্ঠানিকভাবে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।’
আগামী ২৪ নভেম্বর বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন। তিনি জানান, আগামী ২৪ নভেম্বর প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাইমারি ১ম ধাপের পরীক্ষা ২০২৩ | প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩
সহকারী শিক্ষক পদে প্রথম ধাপে লিখিত পরীক্ষা পরিচালনার জন্য বিভাগগুলোর কেন্দ্রের সংখ্যা ও প্রার্থী ধারণক্ষমতার তথ্য জানতে চেয়ে গত ২৫ সেপ্টেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অফিসে চিঠি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সূত্রঃ প্রথম আলো।