প্রধান বিদ্যুৎ পরিদর্শক দপ্তরের ব্যবহারিক পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের ব্যবহারিক পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। মৌখিক পরীক্ষার তারিখঃ ১৮,১৫ ও ১৬ অক্টোবর ২০২৩। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের জনবল নিয়োগের নিমিত্ত ০৭-১০-২০২৩ তারিখে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), ঢাকায় অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
প্রধান বিদ্যুৎ পরিদর্শক দপ্তরের ব্যবহারিক পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অনলাইনে দাখিলকৃত আবেদনের কপি, প্রবেশপত্র, এনআইডি, সকল মূল সনদপত্র এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে। আবেদনকারীকে প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি রঙ্গিন ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রের ০২ (দুই) সেট অনুলিপি পরীক্ষার দিন পরীক্ষা গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা প্রদান করতে হবে। উপরোক্ত কাগজপত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।