বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ১৩, ১৪, ১৬ ও ২০তম গ্রেডের (৩য় ও ৪র্থ শ্রেণির) ০৪ (চার) ক্যাটাগরির ১৬টি শূন্যপদের বিপরীতে নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হলো। নির্বাচিত প্রার্থীদের ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ (সংশোধিত ২০২০) এবং হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮-এর নির্দেশনা অনুযায়ী মেডিক্যাল বোর্ড বা তৎকর্তৃক মনোনীত কোন মেডিক্যাল অফিসার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার প্রত্যয়ন এবং যথাযথ এজেন্সির মাধ্যমে প্রার্থীদের পূর্ব কার্যকলাপ তদন্ত ও সকল সনদ যাচাইপূর্বক প্রজাতন্ত্রের চাকরিতে উপযুক্ত বিবেচিত হলে তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিয়োগপত্র প্রেরণ করা হবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৩
নির্বাচিত প্রার্থীদের প্রদত্ত কোন তথ্য ভুল/মিথ্যা প্রমাণিত হলে তার প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নির্বাচিত প্রার্থীদের এ মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.motj.gov.bd) থেকে পুলিশ ভেরিফিকেশন ফরম ডাউনলোডপূর্বক তা পূরণ করে আগামী ১৯ অক্টোবর ২০২৩ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকার মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখায় প্রদর্শনপূর্বক জমা প্রদান করতে হবে।