পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৬ ক্যাটাগরি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। উক্ত প্রকাশিত ফলাফল অনুযায়ী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত ১৯ ক্যাটাগরির ২৩৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা সংযুক্ত সময়সূচি অনুযায়ী প্রতিদিন দুই শিফটে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬, কাওরান বাজার, ঢাকায় অনুষ্ঠিত হবে। ১ম শিফটের প্রার্থীগণ-কে নির্ধারিত তারিখ সকাল ১০.০০ ঘটিকা এবং ২য় শিফটের প্রার্থীগণ-কে দুপুর ০১.০০ ঘটিকার মধ্যে সংশ্লিষ্ট সকল রেকর্ডপত্রসহ পরীক্ষার জন্য প্রশাসন ইউনিট (২য় তলা), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তাঁর অনলাইন আবেদনপত্রের প্রিন্টকপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ সিটিকর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, কোটার স্বপক্ষে সকল সনদপত্র এবং অভিজ্ঞতা সনদপত্রের মূলকপি এবং সকল সনদপত্রের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।
সংযুক্ত: মৌখিক পরীক্ষা সংক্রান্ত সময়সূচি-১ (এক) পাতা।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর ভাইভা পরীক্ষার সময়সূচি ২০২৩