জেলা প্রশাসকের কার্যালয়, মানিকগঞ্জ এর নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ। মানিকগঞ্জ জেলাধীন ইউনিয়ন পরিষদ সমূহে ইউনিয়ন পরিষদ সচিব পদে আগামী ৩০.০৩.২০২৪ তারিখ সকাল ১০.০০ টায় মানিকগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে । মানিকগঞ্জ জেলাধীন ইউনিয়ন পরিষদসমূহের সচিবের ০৪ (চার)টি শূন্যপদে নিয়োগের নিমিত্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ঢাকা-এর ইউনিয়ন পরিষদ-২ শাখার ০৪ এপ্রিল ২০২৩ তারিখের নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের লক্ষ্যে ৩০.০৩.২০২৪ তারিখ সকাল ১০.০০ টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় পরীক্ষার সময়সূচী ২০২৪
ইউনিয়ন পরিষদের “ইউনিয়ন সচিব” পদে নিয়োগ পরীক্ষা আগামী ৩০/০৩/২০২৪ তারিখে ইউনিয়ন পরিষদের “ইউনিয়ন সচিব” পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন সম্পূর্ণ সততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে দক্ষতা ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর। শতভাগ মেধা এবং সরকারি নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রদান করা হবে। নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিলে বা অন্য কোন অসদুপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ধরনের দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে প্রলুব্ধ হয়ে কারো সাথে কোন ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। কেউ অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা অথবা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।