সাধারণ পুলরে আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের চাকরির পরীক্ষার সময়সূচি প্রকাশ। সাধারণ পুলের আওতায় প্রশাসনকি কর্মকর্তা পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩। সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তরের “প্রশাসনিক কর্মকর্তা” (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে৷ সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তরের ১০ম গ্রেডের “প্রশাসনিক কর্মকর্তা” পদে (বিজ্ঞপ্তির তারিখ: ২৩.০২.২০২১; বিজ্ঞপ্তি নম্বর-৪৪) সরাসরি নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও BPSC Form- 5A (Applicant’s Copy) সহ প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যাদি জমাপ্রদানকারী নিম্নে উল্লিখিত রেজিস্ট্রেশন নম্বরধারী সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
“প্রশাসনিক কর্মকর্তা” পদের প্রার্থীদের বাছাই/লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হলে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
সাধারণ পুলের আওতায় প্রশাসনকি কর্মকর্তা পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩
প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি, জাতীয় পরিচয়পত্র, চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত মূল ছাড়পত্রের কপি (প্রযোজ্য ক্ষেত্রে), বাছাই/লিখিত পরীক্ষার প্রবেশপত্র, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত সর্বশেষ সার্কুলার অনুযায়ী মুক্তিযোদ্ধার বয়সের প্রমাণক /সকল তথ্যাদি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং BPSC Form-5A (Applicant’s Copy) অবশ্যই মৌখিক পরীক্ষার সময় আনতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীগণ মোবাইল ফোন, কোনো প্রকার ইলেকট্রনিক্স ডিভাইসসহ কমিশন ভবনে প্রবেশ করতে পারবেন না।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের অতিরিক্ত ০১ সেট BPSC Form- 5A ( Applicant’s Copy) কমিশনের
ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিম্নোক্ত কাগজপত্র/তথ্যাদিসহ মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে-
- ক. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি;
- খ. কম্পিউটার প্রশিক্ষণ সনদের সত্যায়িত কপি;
- গ. BPSC Form-5A ( Applicant’s Copy);
- ঘ. বাছাই/লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি;
- ঙ. ০৩ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা সত্যায়িত রঙ্গিন ছবি;
- চ. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত সর্বশেষ সার্কুলার অনুযায়ী মুক্তিযোদ্ধার বয়সের প্রমাণক/ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে);
- ছ. আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তিত হলে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে প্রামাণ্য সনদের সত্যায়িত কপি;
- জ. জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত কপি ;
- ঝ. নাগরিকত্ব সনদ;
- ঞ. প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ/পরিচয়পত্রের সত্যায়িত কপি;
- ট. চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের সত্যায়িত কপি;
- ঠ. বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি;
- ড. “ও” লেভেলে এবং “এ” লেভেলে ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ জমা দিতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডিভিট গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীদের সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আবশ্যিকভাবে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরিধান করে মৌখিক পরীক্ষায় উপস্থিত হতে হবে।
কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর (Substantive) ঘাটতি পাওয়া গেলে
মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।