তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি)’র অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতাদিতে রাজস্বখাতভুক্ত স্থায়ী নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ ও প্যানেল সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের (রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা ব্যতিত) নিকট হতে অনলাইনে (http://cdb.teletalk.com.bd) ওয়েবসাইটে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে আবেদন আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতিত সরাসরি বা ডাকযোগে কোন আবেদন গ্রহণযোগ্য নয়।
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীর বয়সসীমা ০১-০৮-২০২৩ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ১৮-৩২ বছর হতে হবে। উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় (তুলা উন্নয়ন বোর্ডে কর্মরত) প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিড গ্রহণযোগ্য নয়। সরকারী, আধা সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবেদন করতে হবে।
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://cdb.teletalk.com.bd এই ওয়েব সাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরুপ- Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৮-০৮-২০২৩ খ্রি. সকাল ১০.০০ টা। Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭-০৯-২০২৩ খ্রি. বিকাল ৫.০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণকে online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk pre- paid mobile এ SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যেকোন পর্যায়ে বা নিয়োগ দানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও তুলা উন্নয়ন বোর্ডের ওয়েব সাইট www.cdb.gov.bd এবং http://cdb.teletalk.com.bd অথবা QR code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল hhtp://alljobs.teletalk.com.bd/cdb ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.cdb.gov.bd ওয়েব সাইট হতে জানা যাবে।