ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী। পরীক্ষার তারিখঃ ২ সেপ্টেম্বর ২০২৩। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের “ড্রাইভার ও ফায়ারফাইটার(পুরুষ/মহিলা)” পদে জনবল নিয়োগের লক্ষ্যে ১৯.০৬.২০২৩ তারিখের স্মারকমূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক মানব কন্ঠ ও The
Bangladesh Post এবং এ অধিদপ্তরের ওয়েবসাইটে (www.fireservice.gov.bd) এর নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়। উক্ত পদে নিয়োগের নিমিত্ত গত ০২.০৮.২০২৩ হতে ১০.০৮,২০২৩ তারিখ পর্যন্ত প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই-বাছাই করা হয়, যার ফলাফল দৈনিক মানব কন্ঠ পত্রিকায় এবং এ অধিদপ্তরের ওয়েবসাইটে (www.fireservice.gov.bd) ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়। উক্ত পদের লিখিত পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সময়সূচী ২০২৩
০২. এছাড়া টেলিটক থেকে প্রার্থীদের নিকট পরীক্ষার স্থান ও সময় উল্লেখ পূর্বক SMS প্রেরণ করা হবে। সেই সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে (www.fireservice.gov.bd) এবং নোটিশ বোর্ডেও এ সংক্রান্ত তথ্যাদি প্রকাশ করা হবে। বিস্তারিত আসন বিন্যাস প্রার্থীগণ কেন্দ্রে উপস্থিত হয়ে জানতে পারবেন।
০৩. টেলিটক কর্তৃক SMS প্রাপ্তির প্রেক্ষিতে Admit card ডাউনলোড করতঃ Admit card এর প্রিন্টকপিসহ প্রার্থীগণকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
০৪. প্রার্থীগণকে অবশ্যই নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
০৫. “প্রার্থীদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।”