এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র উপজেলা পর্যায়ের অফিসের জন্য “অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক” এবং “অফিস সহায়ক” পদে নিয়োগের লক্ষ্যে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে-সেপ্রেক্ষিতে নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম যেমন : প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই, প্রার্থীদের রোল নম্বর, আসন বিন্যাস, সেট ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন, যান্ত্রিক পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন (প্রযোজ্য ক্ষেত্রে), ফলাফল প্রস্তুতসহ এতদবিষয়ক যাবতীয় কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সরকারের সর্বশেষ বিধি-বিধান অনুসরণপূর্বক অত্যন্ত স্বচ্ছতা নিরপেক্ষতার সাথে সম্পন্নকরণের জন্য কর্তৃপক্ষ দৃঢ় প্রতিজ্ঞ।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নিয়োগ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি ২০২৩
উল্লেখ্য, বর্ণিত দু’টি পদেই আবশ্যিকভাবে লিখিত পরীক্ষা গ্রহণের মাধ্যমে প্রতিটি পদের বিপরীতে মেধাক্রম অনুযায়ী সর্বোচ্চ ১: ৫ সংখ্যক প্রার্থীকে নির্বাচন করা হবে এবং নির্বাচিত “অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক” পদের প্রার্থীদের মধ্যে কেবলমাত্র কম্পিউটার টেস্ট-এ উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার উপযুক্ত বলে বিবেচিত হবেন । সেপ্রক্ষিতে লিখিত/কম্পিউটার টেস্ট প্রযোজ্য ক্ষেত্রে) এবং সর্বক্ষেত্রে মৌখিক পরীক্ষা ব্যতীত সরাসরি কোন পদে নিয়োগ দেয়ার কোনরূপ সুযোগ নেই বলে স্পষ্টভাবে জানানো যাচ্ছে। এমতাবস্থায়, উক্ত নিয়োগ কার্যক্রমের কোন পর্যায়ে কোন প্রতারক চক্রের প্রলোভনে প্রলুব্ধ হয়ে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো ।