সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৮ মার্চ, ২০২৪ ও ০৯ মার্চ, ২০২৪ তারিখে যথাক্রমে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষায় ০২ নং অনুচ্ছেদে বর্ণিত শর্ত সাপেক্ষে নির্বাচিত প্রার্থীগণের রোল নম্বর নিম্নরূপ। এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে অপেক্ষমান তালিকা (কোটাসহ মেধা অনুযায়ী)।
লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাকোটায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ০৩ জন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য,মহিলা ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ০৩ জনসহ সর্বমোট ০৬ জনের মূল সনদপত্রের সত্যতা যাচাই, পুলিশ ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষা,কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদসমূহ সহ অন্যান্য কাগজপত্রসমূহ যাচাই করে বিধি-বিধান অনুসরণপূর্বক নিয়োগ দানের ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচিত ০৬ জনের মধ্যে কেউ নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে অথবা শূন্য পদে ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগের প্রয়োজন হলে উপরোক্ত ০২ নং অনুচ্ছেদে বর্ণিত প্রক্রিয়া অনুসরণপূর্বক উক্ত অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম (কোটাসহ ) অনুযায়ী নিয়োগ করা হবে এবং অপেক্ষমান তালিকা আগামী ০১ বছর কার্যকর থাকবে।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৪
জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জ এর চাকরির পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জ এর রাজস্ব প্রশাসনে ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী এবং সার্টিফিকেট সহকারী এর শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত অদ্য ২০ আগস্ট ২০২৩ তারিখে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষা ২০২৩
০২। উক্ত ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী এবং সার্টিফিকেট সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৩০ আগস্ট ২০২৩ তারিখ বুধবার সকাল ১০:০০ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা এর অফিস কক্ষে (১ম ১২তলা সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা- ১০০০) অনুষ্ঠিত হবে।
০৩। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্ত শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি, সংশ্লিষ্ট অন্যান্য সনদের মূলকপি, জাতীয় পরিচয়পত্রের মূলকপি এবং লিখিত পরীক্ষার মূল প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।