সোসিও ইকোনোমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

৯৭৩ পদে জাতীয় পর্যায়ের একটি বেসরকারী স্বোচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান সোসিও ইকোনোমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন SEHEO/সিও তে নিয়োগ। সোসিও ইকোনোমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন SEHEO/সিও, ঝিনাইদহ। মাইক্রোক্রেডিট রেগুরেটরী অথরিটি (এমআরএ) সনদপ্রাপ্ত, সনদ নম্বর ০১৮২৬-০১৬৬৮-০০৫৩২ জাতীয় পর্যায়ের একটি বেসরকারী স্বোচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৮৬ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মধ্যে ঋণ কর্মসূচী অন্যতম। সংস্থার প্রধান কার্যালয় সহ কর্ম এলাকা সম্প্রসারণের জন্য ঋণ কর্মসূচীতে দীর্ঘসময় যুক্ত থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন যোগ্য ও পরিশ্রমী প্রার্থীদের নিকট হতে স্বহস্তে লিখিত দরখাস্ত আহব্বান করা যাচ্ছে।

সোসিও ইকোনোমিক হেলথ্ এডুকেশন অর্গানাইজেশন (সিও), ঝিনাইদহ। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদপ্রাপ্ত, সনদ নম্বর ০১৮২৬-০১৬৬৮-০০৫৩২ জাতীয় পর্যায়ের একটি বেসরকারী স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৮৬ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের লক্ষে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মধ্যে ঋণ কর্মসূচী অন্যতম। সংস্থার প্রধান কার্যালয় সহ কর্ম এলাকা সম্প্রসারণের জন্য ঋণ কর্মসূচীতে দীর্ঘসময় যুক্ত থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন যোগ্য ও পরিশ্রমী প্রার্থীদের নিকট হতে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। দৈনিক প্রথম আলো ৯ আগস্ট ২০২৩

 

সোসিও ইকোনোমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

image

 

 

চাকুরীর সুবিধা সমুহঃ নিয়োগ প্রাপ্তগনদের পদমর্যাদা অনুযায়ী নির্ধারিত বেতন ছাড়াও ফুয়েল বিল, মোবাইল বিল ও আবাসিক সুবিধা প্রদান করা হবে। প্রশিক্ষন ও শিক্ষানবিশকাল সন্তোষজনক ভাবে শেষ হলে চাকুরী স্থায়ী করণ করা হবে। স্থায়ী হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, পিএফ. গ্র্যাচুইটি, মৃত্যু বা দূর্ঘটনা ঝুঁকি, কর্মী কল্যাণের সুবিধা, ২টি উৎসব বোনাস সহ, বৈশাখী ভাতা, অর্জিত ছুটি ভোগ না করার বিপরীতে সুবিধা প্রদান, এক নাগাড়ে ২৫ বছর সংস্থায় চাকুরী করলে চাকুরী শেষে ১ বছর পর্যন্ত প্রতি মাসের বেতনের সমপরিমান টাকা প্রদান করা হবে। এ ছাড়াও অন্যান্ন সুবিধা বিদ্যমান যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি প্রদান।

 

আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ সহ সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা ২ কপি রঙ্গীন পাসপোর্ট সাইজের ছবি, কর্মরত প্রতিষ্ঠানের নিয়োগ পত্র, যোগদান পত্র, পদোন্নতি পত্র, বদলীর আদেশ, ছাড়পত্র ও যদি বেতন সীটের ফটোকপি থাকে তাহলে সংযুক্ত করে ব্যবহৃত মোবাইল নম্বর সহ আবেদন করতে হবে। ক্রমিক নম্বর ১ থেকে ৫ নম্বর পর্যন্ত ৩০০/-টাকা, ৬ থেকে ৯ নম্বর পর্যন্ত ২০০/-টাকা, ১০ থেকে ১৫ নম্বর পর্যন্ত ১০০ টাকা, সিও, সোনালী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা চলতি হিসাব নম্বর ২৪০৭০০১০৩৭০৭৪ অথবা সিও, ফার্স্ট সিকিউরিটি  ইসলামী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা, এস এন ডি হিসাব নম্বর ০১৯৭১৩১০০০০০১১৩ এ রেজিষ্টেশন ফি অন লাইনের মাধ্যমে জমা করতে হবে এবং অন লাইন জমা স্লিপ আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।

 

পরীক্ষায় অংশ গ্রহনের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। আবেদনপত্র আগামী ০৯/০৯/২০২৩ইং তারিখের মধ্যে পরিচালক – মানবসম্পদ বিভাগ “সিও প্রধান কার্যালয় সার্কিট হাউজ রোড, চাকলাপাড়া, ঝিনাইদহ-৭৩০০, বরাবর স্বহস্তে লিখিত আবেদন পত্র সরাসরি/ডাক/কুরিয়ার যোগে পৌঁছাতে হবে। নিয়োগ সংক্রান্ত তথ্য দেখা যাবে www.seheobd.org, www.facebook.com/seheo.bd নিয়োগ পরীক্ষার জন্য যোগাযোগের মাধ্যম টেলিফোন 02479747029/028777870৩০, মোবাইল নম্বর  ০১৯০৭-০৯৪০৫২/ ০১৯০৭-০৯৪০৫৩/ ০১৯০৭-০৯৪২৭০। নিয়োগ পরীক্ষা ব্যতীত কোন নিয়োগ দেওয়া হবে না। নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার সুপারিশ গ্রহনযোগ্য হবেনা, চাকুরীর প্রলোভনে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিকাশ বা নগদে কোন প্রকার টাকা লেনদেন করবেন না, করলে সিও সংস্থা দ্বায়ী থাকবেনা।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

DC Office Job Circular ডিসি অফিস

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৪

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল কিভাবে জানবেন? আপনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের ফলাফল …