বাংলাদেশ নির্বাচন কমিশন মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি ২০২৩

বাংলাদেশ নির্বাচন কমিশন মৌখিক পরীক্ষা কর্মচারী নিয়োগের লক্ষ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠান। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্বাচন কমিশন সচিবালয় হতে ২৭ জুলাই ২০২০ তারিখে 17,00.0000.016.11.০০৯.২০.২৭০ নম্বর স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসমূহে ১৯ ও ২০ মে ২০২৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক/মৌখিক পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

 

বাংলাদেশ নির্বাচন কমিশন মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি ২০২৩

 

 

ক) কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, স্টোর কিপার ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ব্যবহারিক তথা কম্পিউটার মুদ্রাক্ষরে গতি পরীক্ষা নিকস ফন্টে অনুষ্ঠিত হবে;

খ) সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ও সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ব্যবহারিক তথা সাঁটলিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি পরীক্ষা নিকস ফন্টে অনুষ্ঠিত হবে;

গ) গাড়িচালক পদে ব্যবহারিক পরীক্ষা তথা গাড়ি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা যাচাইয়ের জন্য জিগজ্যাগ পরীক্ষা গ্রহণ করা হবে;

২. ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র সাথে আনতে হবে। লিখিত

৩. পরীক্ষার প্রবেশপত্র ব্যতিত কোন প্রার্থীকে কোনক্রমেই পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না;
৪. পরীক্ষার্থীকে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার সময় স্ব-স্ব জাতীয় পরিচয়পত্রের মূলকপি অবশ্যই সাথে আনতে হবে;

৫. পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের অন্ততঃ ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষার স্থানে উপস্থিত হতে হবে;
মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নিজ জেলার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, প্রশিক্ষণ সনদ (যদি থাকে), কোটা প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ ইত্যাদি মূলকপি প্রদর্শন করতে হবে। একইসাথে অনলাইনে পূরণকৃত Application Form সহ উল্লিখিত কাগজপত্রের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;

৬. পরীক্ষা সংক্রান্ত তথ্য ও ফলাফল নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার নিয়োগ পরীক্ষা - ৭৯৮ পদের পরীক্ষা ১১ নভেম্বর ২০২২

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

৯০০ পদে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (BEES) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের …