একজন অনার্সের শিক্ষার্থী কখন পাস ডিগ্রি পাবে?

একজন অনার্সের শিক্ষার্থী কখন পাস ডিগ্রি পাবে?

উত্তর:
ক) ১ম, ২য়, ৩য় বা ৪র্থ বর্ষে F গ্রেড পাওয়া কোর্সগুলাে রেজিস্ট্রেশন মেয়াদে (শুর থেকে ছয় শিক্ষাবর্ষের মধ্যে) অবশ্যই D বা উচ্চতর গ্রেডে উন্নীত করতে হবে। তবে F গ্রেড প্রাপ্ত কোর্স পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে উন্নীত করার ক্ষেত্রে ফলাফল যাই হােক না কেন একজন পরীক্ষার্থী সর্বোচ্চ B+ গ্রেড এর বেশী প্রাপ্য হবে না। উলেখ্য যে, কোন কোর্সে F গ্রেড থাকলে পরীক্ষার্থী অনার্স ডিগ্রী পাবে না।

খ) রেজিস্ট্রেশন মেয়াদ শেষে কোন পরীক্ষার্থী একাধিক F গ্রেডসহ ন্যূনতম ১০০ Credit অর্জন করলে তাকে পাস ডিগ্রী প্রদান করা

গ) চার বছরের অনার্স কোর্স সম্পন্ন করার পর কোন কোর্সে Fসহ কোন ছাত্র CGPA ২.০০ পেয়ে থাকলে তাকে পাস ডিগ্রি দেয়া যাবে তবে কোন কোর্সের পরীক্ষায় absent থাকলে তাকে কোন ডিগ্রী প্রদান করা হবে না।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি ১ম বর্ষ ফরম ফিলাপ ২০২২

ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট ২০২৪ | ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখব কিভাবে?

২০২১-২০২২ সেশনের ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ২০২২ সালের ডিগ্রি প্রথম …