বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর জন্য ১০ টি ক্যাটাগরির মোট ১৮টি নিয়োগযোগ্য পদের বিপরীতে ০৬.০৫.২০২৩ তারিখে প্রকাশিত ফলাফল অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নিম্নোক্ত রোল নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী পেট্রোবাংলা, পেট্রোসেন্টার ভবন, ৩ কাওরান বাজার বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১৫ এর কমিটি রুমে (৪র্থ তলা) অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২৩
বি: দ্র: স্টেনো টাইপিস্ট ও কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
সাধারণ নির্দেশনাবলি :
১। (ক) লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও Applicant’s Copy, (খ) সকল শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ এর মূলকপি, (গ) জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র (চাকরির আবেদন ফরমে যে তথ্য প্রদান করা হয়েছে), (ঘ) নাগরিকত্ব সনদপত্র (ঙ) চারিত্রিক সনদপত্র এর মূল কপি চ) ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে আনতে হবে;
২। মুক্তিযোদ্ধার সন্তানদের (বয়সসীমা ৩২ বছর) জন্য মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট দলিলপত্রাদির মূল কপি সঙ্গে আনতে হবে;
৩। প্রতিবন্ধী প্রার্থীদের (বয়সসীমা ৩২ বছর) সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদের মূল কপি সঙ্গে আনতে হবে;
৪। উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত উপজাতীয় বিষয়ক সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যথোপযুক্ত অফিসার কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি সঙ্গে আনতে হবে;
৫। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিতে নিযুক্ত থাকলে অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষ হতে প্রাপ্ত ছাড়পত্র (Clearance Certificate)-এর মূল কপি সঙ্গে আনতে হবে;
৬। বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেটসহ (equivalence certificate) বিদেশী ডিগ্রির মূল সনদ সঙ্গে আনতে হবে;
৭। বর্ণিত সকল সনদপত্রের মূলকপি ও ১ (এক) সেট সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে;