বিসিএস (কর) একাডেমির ডরমেটরি অ্যাটেন্ডডেন্টের ০২ (দুই) টি শূন্য পদে, হাউজ কিপারের ০৪ (চার) টি শূন্য পদে, ক্লাসরুম অ্যাটেন্ডডেন্টের ০২ (দুই) টি শূন্য পদে, লাইব্রেরি অ্যাটেন্ডডেন্টের ০১ (এক) টি শূন্য পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ০৪ জুন ২০২৩ তারিখ অপরাহ্ন ০২:০০ ঘটিকা হতে মৌখিক পরীক্ষা এবং অফিস সহায়কের ১৩ (তের) টি শূন্য পদে নিয়োগের জন্য ০৫ জুন ২০২৩ তারিখ পূর্বাহ্ন ১০:০০ ঘটিকা হতে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীদেরকে বিসিএস (কর) একাডেমির ০৫ (পাঁচ)টি ক্যাটাগরির শূন্যপদে নিয়োগের লক্ষ্যে বিভাগীয় নির্বাচন কমিটির সকল সদস্য কর্তৃক সুপারিশ করা হয়।
বিসিএস (কর) একাডেমি নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৩
উপর্যুক্ত রোল নম্বরধারী প্রার্থীদের বর্ণিত পদসমূহে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হল। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ পরবর্তীতে বিসিএস (কর) একাডেমির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, নির্বাচিত প্রার্থীদের দাখিলকৃত সনদপত্র ও তথ্যাদি অসত্য এবং অসঙ্গতিপূৰ্ণ প্ৰমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।