বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর মিটার টেস্টার পদে নিয়োগের লিখিত (রচনামূলক) (Written) পরীক্ষার ফলাফল প্রকাশ। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর অধীনস্থ পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে ‘মিটার টেস্টার’ পদে জনবল নিয়োগের নিমিত্ত ০৩-০৬-২০২৩ খ্রি. (শনিবার) অনুষ্ঠিত লিখিত (রচনামূলক) পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে মৌখিক সাক্ষাৎকার পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার পরীক্ষার তারিখ, সময় এবং স্থান নিম্নে উল্লেখ করা হলো রোল নম্বর অনুযায়ী।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিটার টেস্টার ফলাফল ২০২৩
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পৃথক কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত (MCQ) পরীক্ষার প্রবেশপত্র
অবশ্যই সঙ্গে আনতে হবে।
Online-এ আবেদনের পর প্রাপ্ত Applicant’s Copy (02 কপি) মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। অন্যথায়
মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না ।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), সর্বশেষ অধ্যয়নকৃত প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা/নাগরিকত্ব সনদ ইত্যাদি নিয়োগ কমিটির নিকট প্রদর্শন করতে হবে।
সকল কাগজপত্রের ০২ (দুই) সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি সত্যায়িত রঙিন ছবি মৌখিক পরীক্ষার সময় জমা প্রদান করতে হবে।
কোন প্রার্থীর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তাদির কোন শর্ত প্রতিপালিত হয়নি মর্মে প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ায়/ নিয়োগের যে কোন পর্যায়ে তার নিয়োগ আবেদন বাতিল করা হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রার্থীকে টিএ/ডিএ প্রদান করা হবে না।