স্বাস্থ্য সেবা বিভাগের আধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি), এর ১৩-২০ গ্রেডের নিয়োগের নিমিত্ত 27/05/20২৩ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ ব্যবহারিক/মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩
নোটঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যথানিয়মে ব্যবহারিক তথা কম্পিউটার মুদ্রাক্ষরে গতি পরীক্ষা নিকস ফন্টে অনুষ্ঠিত হবে।
১. ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান SMS এর মাধ্যমে জানানো হবে;
২. ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র সাথে আনতে হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র ব্যতিত কোন প্রার্থী কোনক্রমেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না;
৩. পরীক্ষার্থীকে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার সময় স্ব-স্ব জাতীয় পরিচয়পত্রের মূলকপি অবশ্যই সাথে আনতে হবে;
৪. পরীক্ষার জন্য নির্ধারিতি সময়ের অন্ততঃ ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষার স্থানে উপস্থিত হতে হবে;
৫. মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নিজ জেলার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, প্রশিক্ষণ সনদ (যদি থাকে) কোটা প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে এ মর্মে সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ ইত্যাদি মূলকপি প্রদর্শন করতে হবে। একইসাথে অনলাইনে পুরণকৃত Application From সহ উল্লিখিত কাগজপত্রের ০১(এক)সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;
৬. ব্যবহারিক/ মৌখিক পরীক্ষার জন্য কোন প্রকার টি, এ/ডি, এ প্রদান করা হবে না;
৭. ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তথ্য ও ফলাফল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) এর ওয়েবসাইটে www.hed.gov.bd) পাওয়া যাবে।