পুলিশ সাব-ইন্সেপেক্টর শারীরিক সক্ষমতা যাচাই (PET) ফলাফল ২০২৩

পুলিশ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ২০২৩। পুলিশ ক্যাডেট সাব-ইন্সপেক্টর সিলেকশন বোর্ড,  বাংলাদেশ পুলিশ। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)- এ অংশগ্রহণ সংক্রান্ত ইনডেমনিটি ঘোষণাপত্ৰ ৷ পুলিশ সাব ইন্সপেক্টর পদে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যারা যোগ্য তাদের ইতিমধ্য বাংলাদেশ পুলিশ সিলেকশন বোর্ড থেকে মেসেজ প্রদান শুরু হয়েছে। আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে নিচের মেসেজের মত একটি মেসেজ আসবে। এবং অন্যান্য বারের মতো যদি আপনি অযোগ্য বিবেচিত হন তাও একটি মেসেজ পাবেন।

 

এসআই (ইউএ) নিয়োগ 2023-এর জন্য পিএইচকিউ তথ্য: অভিনন্দন! প্রিয় ****, ইউজার আইডি: SI*****, আপনি প্রাথমিক স্ক্রীনিংয়ের মাধ্যমে শারীরিক সহনশীলতা পরীক্ষা (PET) এর জন্য নির্বাচিত হয়েছেন। আপনার PET অ্যাডমিট কার্ড এবং ভেন্যু বিশদ শীঘ্রই জানানো হবে।

শুভ কামনা
AIG (R&CP-2),
পুলিশ সদর দপ্তরসমূহ

 

পুলিশ সাব-ইন্সেপেক্টর শারীরিক সক্ষমতা যাচাই (PET) ফলাফল ২০২৩

PET

 

 

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

error: Content is protected !! Admin