বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে কম্পিউটার অপারেটর-০২টি, ক্যাশিয়ার-০১টি ও অফিস সহায়ক-০১টি শূন্যপদে আবেদনকারী প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্ণিত পদসমূহে নিয়োগ নিমিত্ত লিখিত পরীক্ষা নিম্নছকে উল্লিখিত তারিখ ও সময় অনুযায়ী কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২৩
https://ibb.co/y0v79zY
২. সংশ্লিষ্ট পদসমূহে আবেদনকারী বৈধ প্রার্থীদের স্থায়ী ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে প্রেরিত প্রবেশপত্র লিখিত পরীক্ষার অংশগ্রহণের জন্য অবশ্যই সঙ্গে আনতে হবে;
৩. পরীক্ষা কক্ষে কোন প্রকার ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি অথবা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না;
৪. লিখিত পরীক্ষাসমূহের আসনবিন্যাস পরীক্ষার দিন কমিশন সচিবালয়ের নোটিশ বোর্ডে টানানো হবে ।
খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!