সাধারণত পোস্টমাস্টার জেনারেলের সার্কেল অফিস থেকে পোস্টাল অপারেটর ও মেইল অপারেটর নিয়োগ দেওয়া হয়। একজন পোস্টাল অপারেটর বিভিন্ন প্রশাসনিক কাজ, যেমন—পোস্ট অফিসের বিভিন্ন কাউন্টার (চিঠি/পার্সেল ইস্যু কাউন্টার, ডেলিভারি কাউন্টার, সঞ্চয়পত্র কাউন্টার, সঞ্চয় ব্যাংক কাউন্টার ইত্যাদি) সার্ভিস ও সার্কেল অফিসের ফাইলওয়ার্ক/শাখার বিভিন্ন দায়িত্ব পালন করেন। অন্যদিকে একজন মেইল অপারেটর চিঠিপত্র সর্টিং ও মেইল পরিবহন সংক্রান্ত কাজ করেন।
বাংলাদেশ ডাক বিভাগঃ
- পদের নামঃ পোস্টাল অপারেটর।
- গ্রেডঃ ১৫ তম।
- বেতন স্কেলঃ (৯,৭০০–২৩,৪৯০) টাকা।
- খুলনা পোস্টমাস্টার জেনারেল নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
পোস্টাল অপারেটর থেকে পদোন্নতির মাধ্যমে ক্যাশিয়ার, ইন্সপেক্টর, সুপারিনটেনডেন্ট পদগুলোতে যাওয়ার সুযোগ আছে। ২০১৯ সালের পোস্টাল ও মেইল অপারেটর নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্ন ঘেঁটে দেখা গেছে, এখানে অন্যান্য দপ্তরের সাধারণ পদগুলোর মতোই বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার, সাধারণ জ্ঞান বিষয়ে ৭০টি এমসিকিউ প্রশ্ন রাখা হয়েছিল।