রেলওয়ে_ওয়েম্যান পদের সুযোগ-সুবিধা পদোন্নতি বেতন-ভাতা। ওয়েম্যান পদের কাজ কি? ওয়েম্যান পদের প্রধান কাজ হচ্ছে রেললাইন সচল রাখা। রেললাইন তৈরি করা, মেরামত করা, রক্ষণাবেক্ষণা, রেললাইনের প্রতিটি নাট-বল্টু, ক্লিপ, রেল লাইন পরিদর্শন, চেকিংয়ের কাজ অর্থাৎ রেললাইন যথাযথ রেল চলাচল করার জন্য উপযুক্ত করে তোলায় ওয়েম্যান পদের কাজ। এক কথায় ওয়েম্যান পদে শারীরিক পরিশ্রমের একটি কাজ। সকল দৈবীক অনুকূল আবহাওয়া উতরিয়ে এ পদে চাকরি করতে হয়।
ওয়েম্যান পদের বেতন কত? এই পদের বেতন ৮৫০০ থেকে ২০৫৭০ টাকা পর্যন্ত। উল্লেখ্য যে, ওয়েম্যান পদের ডিউটি বা কর্তব্যরত সময় আট ঘন্টা হলেও নির্দিষ্ট কোন সীমারেখা ছাড়াই এই পদে কাজ করতে হয়। তবে সরকারি চাকরির কারণে আপনি বাসা এবং অন্যান্য সকল সুবিধা পেয়ে থাকবেন।
ওয়েম্যান পদের বেতন কত?