বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের লক্ষ্যে গত ০১ এপ্রিল, ২০২৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৩২ (তিনশত বত্রিশ) জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ০৪ জুন, ২০২৩ তারিখ হতে বিআরডিবি’র সদর কার্যালয়, পল্লী ভবন, ৫ কাওরান বাজার, ঢাকায় নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী গ্রহণ করা হবে ।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩
০২। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাসময়ে মৌখিক পরীক্ষায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো। মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রার্থীদের একাডেমিক মূল সনদপত্র ও অন্যান্য ডকুমেন্ট (যদি থাকে), রঙ্গিন প্রবেশপত্র, আবেদনপত্রের রঙ্গিন কপি, ০৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি এবং ০১ (এক) সেট একাডেমিক সনদপত্রের ফটোকপি (সত্যায়িত) সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।