খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)-এর রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, কম্পিউটার অপারেটর/পিএ পদে লিখিত পরীক্ষা আগামী ২৬-০৫-২০২৩ তারিখ শুক্রবার দুপুর ২.৩০ টা হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত এবং ড্রাইভার পদে লিখিত পরীক্ষা দুপুর ২.৩০ টা হতে ৩.৩০ বিকাল পর্যন্ত অনুষ্ঠিত হবে। উক্ত লিখিত পরীক্ষার ফলাফল ২৬-০৫-২০২৩ তারিখ রাতে বিএমডির ওয়েবসাইট (www.bomd.gov.bd), নোটিশ বোর্ড ও পরীক্ষার কেন্দ্রে পাওয়া যাবে।
এডমিট কার্ডঃ bomd.teletalk.com.bd
খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র ২০২৩
ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৭-০৫-২০২৩ তারিখ শনিবার, সকাল ১০.০০ টায় বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি), মিরপুর সড়ক, দারুস-সালাম রোড, ঢাকা এবং সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, কম্পিউটার অপারেটর/পিএ পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৯-০৫-২০২৩ তারিখ সোমবার, সকাল ১০.০০ টায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, আইসিটি টাওয়ার, প্লট নং-ই-১৪/এক্স, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা অনুষ্ঠিত হবে। ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কোনো এসএমএস প্রেরণ করা হবে না। লিখিত ও ব্যবহারিক পরীক্ষার সময় প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার কেন্দ্রে আসতে হবে।