এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বন অধিদপ্তরের ৩১ অক্টোবর, ২০২২ তারিখের স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে গাড়ী চালক পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা ০৭ এপ্রিল ২০২৩ তারিখে “মীরপুর বাংলা স্কুল এন্ড কলেজ,” পল্লবী, ঢাকায় গ্রহণ করা হয় এবং লিখিত পরীক্ষায় ৩৬১ জন প্রার্থী উত্তীর্ণ হয়। গাড়ী চালক পদে নিয়োগের জন্য ০৭ এপ্রিল ২০২৩ তারিখে গৃহিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা নিম্নে উল্লিখিত তারিখ ও সময়সূচি অনুযায়ী জাতীয় উদ্ভিদ উদ্যান, মিরপুর, ঢাকায় গ্রহণ করা হবে।
বন অধিদপ্তর গাড়ী চালক পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ২০২৩
ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্রের মূল কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, কোটা সংক্রান্ত সনদপত্র, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি এর মূল কপি এবং ১(এক) সেট সত্যায়িত ফটোকপি সংগে আনতে হবে। প্রার্থীকে ব্যবহারিক পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে জাতীয় উদ্ভিদ উদ্যান, ঢাকায় উপস্থিত থেকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আর কোন প্রবেশপত্র ইস্যূ করা হবেনা এবং কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।