বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এর রাজস্বখাতভূক্ত বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার সময়সূচী। পরীক্ষার তারিখঃ ০৪ জুন ২০২৩ তারিখ থেকে – ০৭ জুন ২০২৩ তারিখ পর্যন্ত । উপর্যুক্ত বিষয়ে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এর রাজস্বখাতভূক্ত বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত টেলিটক বাংলাদেশ লি: এর মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করে বিএসআরআই পদোন্নতি/নিয়োগ কমিটি-২ এর মাধ্যমে-
বিগত ২৯/০৪/২০২৩ তারিখ এবং ০৫/০৫/২০২৩ তারিখ সরকারী মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। সে মোতাবেক মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা যথাক্রমে ২৯/০৪/২০২৩ তারিখ এবং 05/05/2023 তারিখ প্রকাশ করা হয়। নির্বাচিত প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচী অনুযায়ী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকা এর প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত হবে।
বিএসআরআই মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের মূলকপিসহ আবেদনপত্রে উল্লেখিত সকল কাগজপত্রের মূলকপি এবং ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি, আবেদনপত্র (Applicant’s Copy), ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাসপোর্ট সাইজের ৩ (তিন) কপি ছবি ও লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ নির্ধারিত সময়সূচী মোতাবেক উল্লিখিত স্থানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।