বর্তমান সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যতম এক প্রচেষ্ঠা হলো বিপুল জনসংখ্যাকে কার্যকরি জনশক্তিতে রূপান্তরের জন্য আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশন ও জাতীয় আন্তর্জাতিক ভাবে স্বীকৃত দক্ষতার মানদন্ডে সনদায়িত করা দেশ ও বিদেশে শ্রমবাজারে সক্রিয় অবস্থান তৈরির লক্ষ্যে “জাতীয় দক্ষতা উন্নয়ন কতৃপক্ষ (NSDA), প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ”-এর কারিগরী শিক্ষা অধিদপ্তর কর্তৃক বেসরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরিচালিত সরকার ঘোষিত বাস্তবায়নাধীন চলমান ও সরকার কর্তৃক অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন প্রজেক্ট এবং
প্রস্তাবিত প্রজেক্ট কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত বেতন ভাতায় এবং প্রজেক্ট পূর্ববর্তী নিজস্ব প্রতিষ্ঠান তহবিল হতে নিম্নলিখিত পদে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে সাইবারটেক আইটি পার্ক লিমিটেডে। উল্লেখ্য, আবেদনকারীদের যোগ্যতার মানদণ্ডে নিয়োগের নিমিত্তে সরাসরি নিয়োগ ও পরবর্তীতে স্বয়ংক্রীয় নিয়োগে একটি জবরোষ্টার তৈরি থাকবে, উক্ত জবরোষ্টার বা তালিকা হতে আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী প্রায় সকলেই পর্যায়ক্রমে প্রয়োজনের ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হবার সুযোগ থাকবে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয় এর অধীনে পরিচালিত উত্তরের একাধিক জেলায় প্রতিষ্ঠিত। প্রকল্প বাজেটে অনুমোদিত বেতন সম্পূর্ণ পাবেন সাথে প্রতিষ্ঠান কর্তৃক দুপুরের লাঞ্চ, যোগাযোগ ভাতা এবং বাসস্থান প্রয়োজনে দেওয়া হবে । আপনার বায়োডাটা/সিভি Send করুন:
আবেদনসহ পদের নাম ও জেলার নাম উল্লেখ পূর্বক- jobprojecttvet@gmail.com
জাতীয় দক্ষতা উন্নয়ন কতৃপক্ষ (NSDA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩