সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড একটি স্বনামধন্য বেসরকারি খাতের নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নিম্নলিখিত পদের জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আমন্ত্রণ জানিয়েছে। গেজেটেড অফিসার দ্বারা যথাযথভাবে সত্যায়িত প্রাসঙ্গিক নথি সহ আবেদন করুন। আবেদনটি প্রধান নির্বাহী কর্মকর্তা, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, প্যারামাউন্ট হাইটস (14তম তলা) 65/2/1, বক্স কালভার্ট রোড, পুরানা পল্টন, ঢাকা-1000-এর কাছে 31 মে 2023 তারিখে বা তার আগে পাঠাতে হবে। অনুগ্রহ করে খামের উপাধি শীর্ষ উল্লেখ করুন।