ইসলামিক ফাউন্ডেশন এর ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের জনবল নিয়োগের নিমিত্ত ০৬-০৫-২০১৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত ১০ ক্যাটাগরির ৪৯টি শূন্য পদের বিপরীতে লিখিত পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা উল্লিখিত তারিখ ও সময় অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমস্থ সভাকক্ষে অনুষ্ঠিত হবে। উল্লিখিত তারিখ ও সময়ে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
ইসলামিক ফাউন্ডেশন মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২৩
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
- ১. সদ্য তোলা ৩ কপি সত্যায়িত ছবি।
- ২. লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং আবেদনের কপি/ Applicant’s Copy
- ৩. শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত কপি জমা করতে হবে ও মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।
- ৪. স্থায়ী ঠিকানার নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি জমা করতে হবে এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।
- ৫. জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের সত্যায়িত কপি এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।
- ৬. চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে মূল অনাপত্তিপত্র।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাঃ
- ১. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- ২. নির্ধারিত কাগজপত্র বা দলিলাদি ব্যতিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
- ৩. কোন প্রার্থীর নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত বা নিয়োগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় যে কোন শর্তে ঘাটতি পাওয়া গেলে, কোন অসত্য তথ্য প্রদান করলে, কোন জাল সনদ দাখিল করলে, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর ত্রুটি বা ঘাটতি পরিলক্ষিত হলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল বলে গণ হবে।
- ৪. প্রকাশিত ফলাফলে বা সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষার সময়সূচীতে কোন প্রকার সংশোধনের প্রয়োজন হলে কর্তৃপক্ষ তা
সংশোধনের অধিকার সংরক্ষণ করে।