বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ৩য় ও ৪র্থ শ্রেণীর (১৩ – ২০ গ্রেডভুক্ত) কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর ও অফিস সহায়ক পদের ২১ (একুশ)টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী ২৬/০৫/২০২৩ তারিখ শুক্রবার বিকাল ০৩.০০ টায় নিম্নবর্ণিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে।
Admit Card Download: http://imed.teletalk.com.bd
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ নিয়োগ পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা ২০২৩
উল্লেখ্য, কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের লিখিত পরীক্ষা বিকাল ০৩.০০ টা হতে ০৪.৩০ টা পর্যন্ত এবং অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা বিকাল ০৩.০০ টা হতে ০৪.০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে টেলিটক বাংলাদেশ লি: এর মাধ্যমে প্রবেশপত্র জারি করা হয়েছে। প্রবেশপত্রে পরীক্ষার্থীদের করণীয় বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবশ্যিকভাবে প্রবেশপত্র (রঙ্গিন) সঙ্গে আনতে হবে। এক কেন্দ্রের পরীক্ষার্থী অন্য কেন্দ্রে বা এক কক্ষের পরীক্ষার্থী ভিন্ন কক্ষে পরীক্ষা দেওয়ার চেষ্টা করলে তা অসদুপায় হিসেবে বিবেচিত হবে এবং প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে