পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে মিটার টেস্টার পদে নিয়োগ পরীক্ষা গ্ৰহণ সংক্রান্ত। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক গৃহীতব্য পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের মিটার টেস্টার পদে নিয়োগ পরীক্ষা নিম্নবর্ণিত কেন্দ্রে নির্ধারিত তারিখ ও সময় সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রার্থীদের অনুকূলে ডাকযোগে কোন প্রবেশপত্র প্রেরণ করা হবে না। প্রার্থীদেরকে brebr.teletalk.com.bd ওয়েবসাইট হতে অদ্য ১৭/০৫/২০১৩ খ্রিঃ তারিখ, সকাল ১০:০০ ঘটিকা হতে ডাউনলোডপূর্বক Colour Print করে সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র আগামী ৩০/০৬/২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত উল্লিখিত ওয়েবসাইটে সংরক্ষিত থাকবে। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিটার টেস্টার পরীক্ষার সময়সূচি ২০২৩
পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ব্যাগ ও যেকোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আনা যাবে না।প্রার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে
প্রার্থীদেরকে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে। প্রার্থীদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে। পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করলে কিংবা কর্তব্যরত শিক্ষক/শিক্ষিকাগণের সহিত অসদাচরণ করলে সংশ্লিষ্ট প্রার্থীর পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।