web tracker
Breaking News

পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড (পিওপিএল) এ নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অন-লাইনে (On-line) দরখাস্ত আহবান করা যাচ্ছে। লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে। ছাড়াও, পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের সাইট (www.pocl.gov.bd) এর মাধ্যমেও জানা যাবে। এই নিয়োগ বিজ্ঞন্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন (যদি থাকে) এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য (www.pocl.gov.bd) এ পাওয়া যাবে।

 

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে http://pocl.teletalk.com.bd-এ আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ১৭/০৫/২০২৩ । আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময় ০৬/০৬/২০২৩ খ্রিঃ। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদন পত্র জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর ঘণ্টার মধ্যে SMS পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮) Pixel এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।  Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

 

পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

 

 

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্মারকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর রাজস্বখাতের …

আমেরিকান ডিভি লটারিতে নিজেই আবেদন ফর্ম পূরণ করুন। DV Apply Now