বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর ২০ নভেম্বর ২০২৩-এর নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ০৭(সাত) ক্যাটাগরির মোট ৩১(একত্রিশ)টি শূন্য পদে নিয়োগের নিমিত্ত গৃহীত লিখিত, ব্যবহারিক(প্রযোজ্য পদের ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বিদ্যমান বিধি-বিধান অনুসরণপূর্বক নিম্নের ছকে বর্ণিত পদে পার্শ্বলিখিত রোল নম্বরধারী প্রার্থীদেরকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে প্রাথমিকভাবে সুপারিশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোন ত্রুটি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ তা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে।
বেজা সহকারী ব্যবস্থাপক নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪
এতদ্বারা জানানো যাচ্ছে যে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর সহকারী ব্যবস্থাপক পদে আবেদনকৃত প্রার্থীদের নিয়োগের নিমিত্ত প্রিলিমিনারী পরীক্ষা গত ১৩ মে ২০২৩ তারিখ রোজ শনিবার সকাল ১০.০০টা থেকে ১১.০০টা পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হয়। গৃহীত প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরসহ তালিকা এতদসঙ্গে সংযুক্ত করা হলো। উল্লেখ্য, প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২০ মে ২০২৩ তারিখ বিকাল ৩.৩০ টায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার কেন্দ্র প্রার্থীদের মোবাইলে টেলিটক বাংলাদেশ লিঃ কর্তৃক এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে এবং প্রিলিমিনারী পরীক্ষার সময় ইস্যুকৃত প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
BEZA Result 2024 | বেজা সহকারী ব্যবস্থাপক নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪
বেজা সহকারী ব্যবস্থাপক নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩