বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার এর নিয়োগ পরীক্ষার বিভিন্ন পদের পরীক্ষা আগামী ২৬ মে ২০২৩ ঢাকা শহরে অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি ১০ টায় অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে। পরীক্ষার প্রবেশ করতে ডাউনলোড করতে আপনারা নিচের লিঙ্ক ব্যবহার করতে পারেন। কেন্দ্র তালিকা এবং রুম নাম্বারসহ এডমিট কার্ডে দেয়া রয়েছে। তারপরে যদি কারও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে আপনি পাসওয়ার্ডটি সঠিকভাবে ইনপুট করুন।
Admit Card Download: http://card.bpatc.teletalk.com.bd
BPATC প্রবেশপত্র ডাউনলোড ২০২৩
পরীক্ষার্থীর সতর্কতাঃ
1. প্রার্থীদের অবশ্যই অ্যাডমিট কার্ড আনতে হবে এবং ডিউটিতে থাকা পরিদর্শককে দেখাতে হবে।
2. এই অ্যাডমিট কার্ডে থাকা ছবি মূল আবেদনের সাথে সংযুক্ত ছবির সাথে মিলে যাবে।
3. মোবাইল ফোন, ক্যালকুলেটর বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস (একটি ডিজিটাল ঘড়ি সহ) অনুমোদিত নয়৷
4. পরীক্ষার হলে অন্যায্য পন্থা অবলম্বন করে বা অসদাচরণ করে এমন কোনো পরীক্ষার্থীর বিরুদ্ধে যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষ সব অধিকার সংরক্ষণ করে।
5. প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফলের জন্য ‘www.bpatc.gov.bd’ ওয়েবসাইট অনুসরণ করার নির্দেশ দেওয়া হচ্ছে।
6. লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীরা নির্দেশনা অনুযায়ী ভাইভা কণ্ঠে উপস্থিত হবে।
7. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ গ্রহণযোগ্য হবে না।
8. এই অ্যাডমিট কার্ড লিখিত পরীক্ষা এবং ভাইভা ভয়েসের জন্য প্রবেশপত্র হিসাবে বিবেচিত হবে।