কাস্টম হাউস, বেনাপোল, যশোরের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারি নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে ২০১৬ সাল এবং ২০২২ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নবর্ণিত পদের বিপরীতে ছকে উল্লিখিত ধাপ ও সময়সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।লিখিত পরীক্ষার কেন্দ্রভিত্তিক রোল নম্বর কাস্টম হাউস, বেনাপোলের ওয়েবসাইট (www.bch.gov.bd) এবং নোটিশ বোর্ডে লিখিত পরীক্ষা গ্রহণের ২(দুই) দিন পূর্বে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার দিন ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীগণ আবশ্যিকভাবে এ দপ্তর কর্তৃক ইস্যুকৃত মূল প্রবেশপত্র সঙ্গে নিয়ে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে প্রবেশ করবেন। এক্ষেত্রে কোন প্রকার ফটোকপি গ্রহণযোগ্য হবে না ।
Admit Card Download: http://bch.teletalk.com.bd
বেনাপোল কাস্টমস নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৩
লিখিত পরীক্ষার দিন ২০২২ সালের আবেদন অনুযায়ী আবেদনকারীগণ টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট (http://bch.teletalk.com.bd) হতে ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্টেড কপি সঙ্গে নিয়ে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করবেন। এক্ষেত্রে কোন প্রকার ফটোকপি গ্রহণযোগ্য হবে না । ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এ দপ্তর হতে ইস্যুকৃত প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময় যাই উল্লেখ থাকুক না কেন উপরোক্ত ছক অনুযায়ী নির্ধারিত তারিখের পূর্বে এ দপ্তরের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে জারিকৃত বিজ্ঞপ্তিতে উল্লিখিত পরীক্ষার তারিখ ও সময় অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল এবং পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি সংরক্ষণে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।