সিলেট বন অধিদপ্তর ফরেস্ট গার্ড (বন প্রহরী) ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার ফলাফল। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিলেট বন বিভাগ, সিলেটের ১৯ জানুয়ারী ২০২৩ খ্রিঃ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি এর ফরেস্ট গার্ড (বন প্রহরী) ও অফিস সহায়ক পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৩/০৫/২০২৩ খ্রিঃ তারিখে “মুরারিচাঁদ কলেজ (এম. সি. কলেজ), সিলেট-এ অনুষ্ঠিত হয়। ফরেস্ট গার্ড (বন প্রহরী) পদের ১৪৮১ জন এবং অফিস সহায়ক পদের ৪৪৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় নিম্নলিখিত রোল নম্বরধারীগণকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়।
সিলেট বন অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩


লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৩ মে ২০২৩ খ্রিঃ তারিখ থেকে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, সিলেট এ গ্রহণ করা হবে, যা পরবর্তীতে বন অধিদপ্তরের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফলে কোন প্রকার ত্রুটি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ তা সংশোধন বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে ।
খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!