বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড (নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং সিএমসি, চায়না এর যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান) এ কোম্পানির প্রচলিত বেতন-ভাতা মোতাবেক নিম্নবর্ণিত পদসমূহে চুক্তি-ভিত্তিক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎ কেন্দ্র ভাতা, যাতায়াত ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
১. সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
২. আবেদনপত্র এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তের সাথে নিম্নোক্ত কাগজ পত্রাদি সত্যায়িত করে সংযুক্ত করতে হবেঃ
- (ক) শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত অনুলিপি;
- (খ) অভিজ্ঞতার সনদ (অভিজ্ঞতার সনদ প্রদানকারী কর্মকর্তার নাম, ফোন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে);
- (গ) সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি;
- (ঘ) জাতীয় পরিচয়পত্রের কপি;
- (ঙ) স্থায়ী ঠিকানার বিপরীতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌর/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র;
- (চ) বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড এর অনুকূলে ৩০০/- (তিনশত) টাকা (ক্রমিক নং ০১ এর ক্ষেত্রে) এবং ২০০/- (দুইশত) টাকা (ক্রমিক নং ০২ এর ক্ষেত্রে) মূল্যের (অফেরত যোগ্য) পে-অর্ডার।
৩. প্রার্থী আবেদনপত্রে যে সকল তথ্যাদি উল্লেখ করবেনঃ
- (ক) নামঃ
- (খ) পিতার নামঃ
- (গ) মাতার নামঃ
- (ঘ) জন্ম তারিখঃ
- (ঙ) ১৩/০৫/২০১৩ তারিখে বয়সঃ
- (চ) শিক্ষাগত যোগ্যতাঃ
- (ছ) সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাঃ
- (জ) বর্তমান ঠিকানাঃ
- (ঝ) স্থায়ী ঠিকানাঃ
- (ঞ) ধর্মঃ
- (ট) জাতীয়তাঃ
- (ঠ) জাতীয় পরিচয়পত্র নংঃ
- (ড) বৈবাহিক অবস্থাঃ
- (ঢ) মোবাইল নম্বরঃ
৪. উপরিউক্ত তথ্যাদি উল্লেখপূর্বক অনুচ্ছেদ ০৩ এ উল্লিখিত কাগজপত্রসহ আবেদন পত্র মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), কর্পোরেট অফিস, বিসিপিসিএল, Unique Trade Center (৫ম তলা), ০৮ পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫ বরাবর 04/06/2013 তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না ।
৫. আবেদনপত্রের খামের উপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
৬. অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৭. প্রার্থীকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে হবে।
৮. কর্তৃপক্ষ উপরিউক্ত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং এ নিয়োগ স্থগিত/বাতিল/নিয়োগের বিষয়ে যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে।