বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণার্থে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। “সচিব, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন, ১৫ কলেজ রোড, ঢাকা-১০০০” বরাবর আগামী ২১.০৫.২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে। নির্দিষ্ট তারিখের পর প্রাপ্ত দরখাস্ত, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে। আবেদনকারীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফর্মে আবেদনপত্র নিজ হাতে পূরণ করে স্বাক্ষরসহ প্রেরণ করতে হবে। আবেদন ফরমের নমুনা কমিশন সচিবালয়ের ওয়েবসাইট
www.bjsc.gov.bd এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd তে পাওয়া যাবে।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
দরখাস্তের সাথে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে ইস্যুকৃত “সচিব, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন” বরাবর ১০০/- (একশত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীদের দরখাস্ত বিভাগীয় কর্তৃপক্ষের মাধ্যমে চাকরির বর্তমান পদ ও প্রতিষ্ঠানের উল্লেখপূর্বক অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে পৌছাতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রীম কপি গ্রহণযোগ্য হবে না। বিধি মোতাবেক সকল প্রকার কোটা সংরক্ষণ করা হবে। খামের উপর পদের নাম, কোটার ক্ষেত্রে কোটার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও উৎকর্ষের ভিত্তিতে সীমিত সংখ্যক প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় আহ্বানের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি, আবেদনপত্র গ্রহণ, বাতিল ও নিয়োগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।