সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের “ব্যক্তিগত কর্মকর্তা” পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাঁটলিপি/মুদ্রাক্ষর/কম্পিউটার এ্যাপটিচিউড টেস্টের (ব্যবহারিক পরীক্ষা) তারিখ। সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের “ব্যক্তিগত কর্মকর্তা” পদে সরাসরি নিয়োগের জন্য ১২.০৩.২০২৩ তারিখে প্রকাশিত ফলাফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৯ জন প্রার্থীর সাঁটলিপি/মুদ্রাক্ষর/কম্পিউটার এ্যাপটিচিউড টেস্ট (ব্যবহারিক পরীক্ষা) নিম্নোক্ত কেন্দ্রে বর্ণিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাঁটলিপি-মুদ্রাক্ষরিক-কম্পিউটার এ্যাপটিচিউড টেস্টের (ব্যবহারিক পরীক্ষা) তারিখ। পরীক্ষার তারিখঃ ২২ মে ২০২৩। সাধারণ পুলের আওতায় নিযোগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাঁটলিপি-মুদ্রাক্ষরিক-কম্পিউটার এ্যাপটিচিউড টেস্টের (ব্যবহারিক পরীক্ষা) তারিখ।
ব্যক্তিগত কর্মকর্তা পদের (এ্যাপটিচিউড টেস্ট) ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ২০২৩
০২. বাছাই/লিখিত পরীক্ষার প্রবেশপত্র সাঁটলিপি/মুদ্রাক্ষর/কম্পিউটার এ্যাপটিচিউড টেস্টের (ব্যবহারিক পরীক্ষার) জন্য প্রযোজ্য
হবে। কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হয়ে গেলে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। বাছাই/লিখিত পরীক্ষার প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে সাঁটলিপি/মুদ্রাক্ষর/কম্পিউটার এ্যাপটিচিউড টেস্টে (ব্যবহারিক পরীক্ষায়) অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
০৩. প্রার্থীদের নির্ধারিত পরীক্ষার তারিখে সকাল ৯.৩০ মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
০৪. কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর (Substantive) ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
০৫. সাঁটলিপি/মুদ্রাক্ষর/কম্পিউটার এ্যাপটিচিউড টেস্টে (ব্যবহারিক পরীক্ষায়) উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল, BPSC Form- 5A(Applicant’s Copy) সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র/তথ্যাদি জমাদানের তারিখ এবং মৌখিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি
পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।
পড়াশুনা ও জ্ঞানার্জনের মাধ্যমে ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করুন।
চাকরির ক্ষেত্রে কোনোরূপ তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।